গৌড়ীয় স্থান নির্দেশিকা
গৌড়-মণ্ডল
বিষ্ণুপুর
******
" বিষ্ণুপুর বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন গৌড়ীয় বৈষ্ণব নগরী, এখানে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার অন্যতম প্রচারক ছিলেন গৌড়ীয় বৈষ্ণব মহাজন বিষ্ণুপুর রাজ / মল্লরাজ বীরহাম্বিরের(শ্রীল চৈতন্য দাস প্রভু) গুরুদেব শ্রীপাদ শ্রীনিবাস আচার্য্য প্রভু, তাঁর সময়েই বিষ্ণুপুরে ১০০৮ টী কৃষ্ণ-মন্দির প্রতিষ্ঠা হয়, প্রসিদ্ধ গরান-হাটী ঘরানার কৃষ্ণ / গৌর লীলা-কীর্ত্তন এর জন্মও এই সময়েই, এই কারন বশতই সেই সূদুর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিষ্ণুপুর বাসীগণ বিষ্ণুপুরকে গুপ্ত-বৃন্দাবন নামেও ভূষিত করেন "
***********
শ্রীপাদ শ্রীনিবাস আচার্য্য প্রভুর পুস্প-সমাধি মন্দির
শ্রী শ্রী মদন-মোহন মন্দিরের উত্তর-পূর্বে, গোস্বামী-পাড়া, বিষ্ণুপুর, জেলা:-বাঁকুড়া, রাজ্য:-পশ্চিমবঙ্গ, ভারত
********
শ্রীপাদ শ্রী নিবাস আচার্য্য প্রভু সেবিত শ্রী শ্রী মদন-মোহন মন্দির
মদন-মোহন মন্দির, বিষ্ণুপুর, জেলা:-বাঁকুড়া, রাজ্য:-পশ্চিমবঙ্গ, ভারত
********
শ্রী শ্রী মদন-মোহনের রাস-মঞ্চ
অতীতে রাস-পূর্নিমার নিশিতে শ্রীমতী রাধারানী কে সাথী করে শ্রী শ্রী মদন-মোহন হাজির হতেন এই রাস-মঞ্চে, আর তাঁদের কে কেন্দ্র করে বিষ্ণুপুরের বাকি সমস্ত রাধা-কৃষ্ণ বিগ্রহ সমবেত হতেন, আর সে অপ্রাকৃত রাস-লীলা দার্সান করে বিষ্ণুপুর বাসী ভক্ত-গনের হৃদয় এক অনাবিল আনন্দ রসে ভরে উঠত, সে সবই আজ অতীত, এখনো আসে সেই রাস-পূর্নিমা আলোকোজ্জল নিশি, কিন্তু শ্রীমতী রাধারানী কে সাথী করে আসেননা আর শ্রী শ্রী মদন-মোহন, ফাঁকা পরে থাকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষনের তত্বাবধানে থাকা রাস-মঞ্চ, তবুও আপামর বিষ্ণুপুর বাসী ভক্ত গন আজও ওই ভগবানের মহা-রাসের অনাবিল-আনন্দঘন রাত্রিতে জড়ো হন রাস-মঞ্চ কে ঘিরে, গোধুলি থেকে রাত্রি প্রথম প্রহর পর্যন্ত চলে রাসের-মেলা, সেখানে বড় হাথ ধরে বাড়ির কচি-কাঁচা দের চলে মেলার মজা লোঠা, আর বয়স্ক দের চলে সেই অতীতের মহা-রাসের স্মৃতি রোমন্থনের পালা, সন্ধ্যা নামতেই কেউবা আবার পা বাড়ান মদন-মোহন এর মন্দিরের দিকে, একটু পুরাতনী স্বাদ নিতে, গরান হাটীর কীর্ত্তন এ ভক্ত-হৃদয়ে ফুটে উঠে সেই মহা-রাসের দৃশ্য, রাত্রি হতেই বিষ্ণুপুরে প্রতি দিনের মতই নেমে আসে মৌনতা, আর মদন মোহন মন্দিরের পুজারীর নিদ্রা ভরা চোখে শ্রী শ্রী রাধারানী সঙ্গে নন্দেরো-নন্দন, যোশধা-দুলাল মদন-মোহন কে নিয়ে নিশি জাগার পালা| তবুও বর্তমান মল্ল রাজ সলিল সিংহ ঠাকুরের সাথে বিষ্ণুপুর বাসী পরম বৈষ্ণব ভক্তরা সেই রাত গভীর হতেই এখনো মনে করেন মল্লরাজ গোপাল সিংহ এর সন্তান সেজে গভীর রাতে দল-মাদল কামান থেকে তোপ দেগে মারাঠী দস্যু ভাস্কর পন্ডিতের বর্গী সেনার আক্রমনের হাত থেকে বিষ্ণুপুর কে রক্ষা করে পরদিন প্রভাতে দৈ-ওয়ালার কাছে রাজার ছেলে বলে পরিচয় দিয়ে দৈ-আস্বাদন করে ক্লান্তি মিটিয়ে ছিলেন যে শ্রী শ্রী মদন-মোহন, সেই তিনিই শ্রীমতী রাধারানী কে সাথী করে মহা-রাস উপভোগ করতে এখনো সবারই অলক্ষে হাজির হন তাঁর অন্যতম পরম ভক্ত মহা-বৈষ্ণব শ্রীপাদ চৈতন্য দাস তথা মহা-পরাক্রমশালী মল্লরাজ বিরহাম্বিরের তৈরী সেই রাস-মঞ্চে, ভক্তি-রসে আপ্লুত সেই প্রাচীন গুপ্ত-বৃন্দাবন বাসীগনের বৃন্দাবন-বিহারী রাইকিশোরী রাধা-রানীর হৃদয় শ্রী শ্রী মদন-মোহন কে ঘিরে একটাই কথ-কথা বিষ্ণুপুরের আকাশে-বাতাসে এখনো ধ্বনিত হয় " মল্ল-ভূমে আজও লীলা করেন মদন-মোহন, কোনো কোনো ভাগ্যবান করেন সেই দর্শন "
রাস-মঞ্চ, বিষ্ণুপুর, জেলা:-বাঁকুড়া, রাজ্য:-পশ্চিমবঙ্গ, ভারত
********
দল-মাদল কামান
বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষনের তত্বাবধানে থাকা এই কামান টির সম্বন্ধে কথিত আছে যে ২৪ফুট ৩ইঞ্চি লম্বা, ২ফুট ৬ইঞ্চি পরিধি বিশিষ্ঠ এবং ১ফুট মৌখিক ব্যাস যুক্ত এই কামান টি থেকে ১৭৪২ খ্রীস্টাব্দে বিষ্ণুপুর / মাল-রাজ গোপাল সিংহ দেবের সময়ে মারাঠী দস্যু ভাস্কর পন্ডিতের বর্গী আক্রমণ কে প্রতিহত করে বিষ্ণুপুর কে রক্ষা করতে কেবল একবারই তোপ দেগে ছিলেন স্বয়ং ভগবান শ্রী শ্রী মদন-মোহন দেব, তাতে প্রচুর বর্গী সেনা হতা-হত হলে ভাস্কর পন্ডিত বিষ্ণুপুর আক্রমণ খেকে বিরত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন, এই কামান টি থেকে একবার তোপ দাগতে প্রয়োজন হয় ১৬কুইন্টাল বারুদের
দল-মাদল কামান, বিষ্ণুপুর, জেলা:-বাঁকুড়া, রাজ্য:-পশ্চিমবঙ্গ, ভারত
********
শ্রী শ্রী মৃন্ময়ী দেবী
৯৯৭ খ্রীস্টাব্দে প্রথম মল্ল-রাজ রঘুনাথ সিংহ এর সময়ে প্রতিষ্ঠিত এই সাবেকী দূর্গা প্রতিমা থাকে অনেকটাই অন্যরকমের দূর্গা প্রতিমা কে পরবর্তী কালে শ্রীপাদ শ্রীনিবাস আচার্য্য প্রভু বৈষ্ণবীয় দূর্গাতে রুপান্তরিত করেন
শ্রী শ্রী মৃন্ময়ী দেবীর মন্দির, বিষ্ণুপুর রাজ-বাড়ী, বিষ্ণুপুর, জেলা:-বাঁকুড়া, রাজ্য:-পশ্চিমবঙ্গ, ভারত
********
এই উল্লেখ যোগ্য স্থান গুলি ছাড়াও সমগ্র বিষ্ণুপুরেই ছড়িয়ে আছে অসংখ্য কৃষ্ণ-মন্দির
-------------
এছাড়াও বিষ্ণুপুর কে নিয়ে রয়েছে বেশ কয়েকটি ওয়েবসাইট
যে গুলির কয়েকটি হলো
wikitravel.org/en/Bishnupur_(West_Bengal)
en.wikipedia.org/wiki/Bishnupur,_Bankura
www.indianetzone.com › ... › Indian Cities › Cities of West Bengal
www.oktatabyebye.com/.../106-bishnupur-travel-guide-west-bengal.html
travel.webshots.com/album/562902706WYqATI
iguide.travel/Bishnupur_(West_Bengal)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন