বিশ্ব বৈষ্ণব রাজসভার কৃতগ্নতা বোধ
শ্রীল ভাক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের শিষ্য
শ্রীপাদ ভক্তিনন্দন স্বামী মহারাজ
বিশ্ব বৈষ্ণব রাজসভা কেবলমাত্র বৈষ্ণবদের জন্য নহে| সমগ্র মানব জাতিকে পরমসত্যকে আশ্রয় সঠিক লক্ষ্যে পৌঁছানো, এতএব স্থান, কাল, পরিবেশ অনুসারে বিশ্ব বৈষ্ণব রাজসভার বিশেষ প্রয়োজন| খাদ্য বিতরণ, বিদ্যালয় স্থাপন, নিশিত বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী হওয়া উচিত| বৈষ্ণব সংঘের সদস্য গনের মধ্যে ব্যক্তিগত বা সমষ্টিগত বিবাদে জড়িত হওয়া উচিত নহে অসাধুগনের মধ্যে অনৈক্য থাকিবে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন