রবিবার, ২০ ডিসেম্বর, ২০০৯






শ্রীল জীব-গোস্বামী তিরোভাব তিথি মহত্সবে বৃন্দাবনের আকাশ-বাতাস ভরে উঠলো হরে-কৃষ্ণ মহামন্ত্রে
বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রতিষ্ঠাতা শ্রীল জীব গোস্বামীর তিরোভাব তিথি মহা-মহোত্সব এর দ্বিতীয় দিনে বৃন্দাবনের শ্রী শ্রী রাধা-দামোদর মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে শ্রী শ্রী গৌর-নিতাই, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী গিরিধারী বিগ্রহ, শ্রী নৃসিংহদেব ভগবান, শ্রী গনেশের বিগ্রহ, শ্রীল জীব গোস্বামীর বিগ্রহ এবং দেশ-বিদেশের প্রায় হাজার গৌড়ীয় বৈষ্ণব ভক্ত সহকারে এক বর্নাঢ্য নগর-সংকীর্তন বৃন্দাবনের দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে| এতে বৃন্দাবনের প্রায় সব গৌড়ীয় মঠের প্রতিনিধি ও গৌড়ীয় আশ্রম গুলি অংশগ্রহণ করে| নগর-সংকীর্তনের শেষে ভক্তরা দামোদর মন্দিরে সমবেত হয়ে শ্রীল জীব গোস্বামীর জয়ধ্বনি সহকারে শ্রী শ্রী রাধা-দামোদরের প্রসাদ সেবন করে ভাক্তিতে আপ্লুত হয়ে ওঠেন|

কোন মন্তব্য নেই: