শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯






বৃন্দাবনের রাধা-দামোদর মন্দিরে শ্রীল জীব গোস্বামীর তিরোভাব তিথি মহোত্সব পালন হল তাঁরই সমাধিতে
শীতের সকালে বৃন্দাবনের রাধা-দামোদর মন্দির ভরে উঠলো কীর্তন আর ভজনে| কারণটি হলো বৃন্দাবনের নব রূপকার দের মধ্যে অন্যতম ছয় গোস্বামীর একজন বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রতিষ্ঠাতা শ্রীল জীব গোস্বামীর তিরোভাব তিথি শ্রীল জীব গোস্বামীর সমাধির সামনে ১০৮ জন গৌড়ীয় বৈষ্ণব ভক্ত জীব গোস্বামীর সূচক কীর্তন পাঠ এবং তাঁর জীবন চরিত পাঠ এবং হরি-কথার মাধ্যমে শ্রীল জীব গোস্বামীকে স্মরণ ও মনন করে, উত্সব উপলক্ষে দামোদর মন্দিরের বিগ্রহ গুলিকে সাজান হয় রাজকীয় বেশে, রূপ গোস্বামীর সামাধি, শ্রীল অভয় চরনারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ এর কক্ষ সহ সমগ্র মন্দিরটিকেই সাজান হয়েছে ফুল-মালায়, রূপ গোস্বামীর সমাধির সামনে হরি-কথা পাঠও চলেছে সারা দিন ধরেই, দুই দিনের এই উত্সবের দ্বিতীয় দিন এছাড়া পর দিন সকালে আছে বৃন্দাবনের পথে পথে নগর সংকীর্তন, দুপুরে হবে শ্রী শ্রী রাধা-দামোদরের প্রসাদ বিতরণ এর মাধ্যমে বৈষ্ণব সেবা

কোন মন্তব্য নেই: