বুধবার, ১১ আগস্ট, ২০১০

কানাই নাটশাল






কানাই নাটশাল
কানাই নাটশাল জায়গাটি মহাপ্রভূর ঝারিখন্ড লীলার সহিত জড়িত বর্তমানের ঝারখন্ড রাজ্যের রাজমহল জেলাতে গঙ্গার তীরে অবস্থিত. রাজমহল এর গঙ্গার অপর দিকে
পশ্চিম বঙ্গের মালদা জেলার মানিকচক, মানিকচক থেকে জাহাজ এর মাধ্যমে গঙ্গা পেরিয়ে রাজমহল ঘাট থেকে নিকটেই এই কানাই নাটশাল স্থানীয় নাম কানাইয়া স্থান, চৈতন্য ভাগবত অনুসারে গয়া থেকে পিতৃ পিন্ড দান এবং বিষ্ণু পাদপদ্মে দীক্ষা নেবার পর শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ভগবান শ্রী কৃষ্ণের সাথে আলিঙ্গন বদ্ধ হয়েছিলেন. বর্তমনে সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ , শ্রীমতী রাধারানী এবং শ্রী চৈতন্য মহাপ্রভূর পাদপদ্ম চিহ্ন স্থাপন করিয়া ছিলেন শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর.

কোন মন্তব্য নেই: