বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০১০

রামকেলি / গৌর






রামকেলি / গৌর
শ্রীলা রূপ, সনাতন ও অনুপম গোস্বামীর সহিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন স্থলি এবং শ্রীল জীব গোস্বামীর জন্ম স্থান পশ্চিমবঙ্গের মালদা জেলার এই রামকেলি গ্রাম, রামকেলির নিকটেই রয়েছে তত্কালিন বাংলার স্বাধীন নবাব হুসেন শাহ এর প্রাসাদ. যেটি আজ ভগ্ন প্রায়, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী উভয়েই যথাক্রমে সাকর মল্লিক এবং দাবির খাস নামে হুসেন শাহ এর অর্থ মন্ত্রী ও প্রধান মন্ত্রী ছিলেন, হুসেন শাহ এর চরম বিশ্বাস ছিল এই দুই ভাই এর প্রতি, কিন্তূ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভূর রামকেলি ও গৌরের নবাব কে দর্শন এর সময় এই তিন ভাই মহাপ্রভূর সহিত মিলিত হন, ও মহ্প্রাভুর চরানাশ্রিত গ্রহণ করেন, পরবর্তী কালে এই তিন ভাই এর মধ্যে রূপ ও অনুপম গোস্বামী নবাবের গোপনে ত্যাগ করে চলে গেলেও নবাব তাঁর বিশ্বত্ব প্রধান মন্ত্রী সনাতন গোস্বামী কে পালিয়ে যাবার ভয়ে বিশেষ কারাগারে বন্দী করে রাখেন. কিন্তূ প্রহরী দের উপধৌকন দিয়ে তিনিও চলে যান, এই সব কিছুর নিদর্শন এখনো গৌর-রামকেলির বুকে এখনো আছে, মহাপ্রভু যে জায়গায় ওই তিন ভাই এর সাথে মিলিত হয়েছিলেন সে জায়গাটি এখনো আছে, তাঁর সাথে আছে গোস্বামী গণের পূজিত বিগ্রহ গুলিও, গৌর-নিতাই স্মৃতি বিজরিত জায়গা গুলির বিভিন্ন সময়ে শ্রীল প্রভুপাদ এবং তাঁর শিষ্য দের দ্বারা সংস্কার সাধিত হয়েছে. প্রভুপাদ সয়ং মহাপ্রভূর বাসার জায়গাটি চিহ্নিত করিয়া ওই স্থানে মহাপ্রভূর পাদপদ্ম স্থাপন করেন, শ্রী শ্রী গৌর-নিতাই জৈষ্ঠ মাসের সংক্রান্তির সময় গৌর-রামকেলি গিয়েছিলেন তিন দিনের জন্য, ওই তিনদিন কে স্মরণ করে এখনো রামকেলির বুকে সারা ভারত থেকে হাজার হাজার লোক সমবেত হন,

কোন মন্তব্য নেই: