শ্রী মায়াপুরে মহাপ্রভুর এবং জগন্নাথ দেবের পুন:রথ যাত্রা
মায়াপুর শ্রী চৈতন্য মঠ এর উদ্যোগে শ্রী মায়াপুরে সারম্ভরে পালিত হলো মহাপ্রভুর এবং জগন্নাথ দেবের পুন:রথ যাত্রা.শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত দ্বারা এই রথ ৮ দিন মায়াপুর শ্রী চৈতন্য মঠে অর্থাত মাসির বাড়ী শ্রীল চন্দ্রশেখর আচার্য্য ভবনে থাকার পর নিজ বাড়িতে অর্থাত মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান "যোগপীঠ" মহাপ্রভু এবং জগন্নাথ দেব কে. পান্ডু বিজয় সেরে মহাপ্রভু এবং জগন্নাথ দেব লক্ষ্মী বিজয়ের মাধ্যমে "যোগপীঠ" এর শ্রীমন্দিরে এ প্রবেশ করলেন. মহাপ্রভুর এবং জগন্নাথ দেবের এই পুন:রথ যাত্রায় প্রায় বিভিন্ন গৌড়ীয় মঠের দেশী-বিদেশী ভক্ত এবং স্থানীয় অধিবাসী সহ প্রায় ৩০০০ জন অংস গ্রহণ করেছিলেন. রথ যাত্রা চলা কালীন শ্রীবাস অঙ্গন সহ বহু জায়গায় রথ থামিয়ে ভক্ত এবং স্থানীয় অধিবাসীরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরতী ও ভোগ নিবেদন সহ প্রসাদ তৃপ্ত লাভ করেন. এছারাও লক্ষ্মী বিজয় আরতির শেষে "যোগপীঠ" থেকেও ভক্ত দের উদ্দেশ্যে মহা-প্রসাদ বিতরণ করা হয়.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন