বৈষ্ণব ঠাকুর সাচ্চিদানান্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের তিরোভাব তিথি পালন
বৈষ্ণব ঠাকুর সাচ্চিদানান্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের তিরোভাব তিথি মায়াপুর শ্রী চৈতন্য মঠ এর উদ্যোগে সারম্ভরে পালিত হলো তাঁরই ভজন কুঠীর শ্রী গোদ্রুম ধামে(স্বরূপগঞ্জ) সানন্দসুখদ কুঞ্জে তাঁরই সামাধি স্থলে শ্রীল শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের শিষ্য শ্রীল শ্যাম দাস বাবাজী মহারাজের পৌরিহত্যে ইস্কন সহ সমস্থ গৌড়ীয় মঠের সন্ন্যাসী ও ভক্তবৃন্দ দের হরি কথা এবং তাঁরই সেবিত শ্রী শ্রী গৌর-গদাধর এর বিশেষ অভিষেকের মাধ্যমে. হরি-কথা শেষে বিশেষ আরতি এবং তদ-পশ্চাতে সন্ন্যাসী, ভক্তবৃন্দ ও স্তানীয় মানুষ প্রসাদ সেবন করে আনন্দিত হন.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন