বিখ্যাত কীর্তনিয়া শ্রীমন আইন্দ্র প্রভূ আজ ১৭ জুলাই পুন্য হেরা পঞ্চমীর সকালে বৃন্দাবনের ইস্কন এর শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে তাঁর নিজ কক্ষে আকস্মিক গ্যাস লিক করার কারণ বশত ইহলোক ত্যাগ করিয়া ভগবান শ্রী কৃষ্ণের নিত্য ধামে গমন করিয়াছেন.
ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজের নিকট দীক্ষিত আইন্দ্র প্রভূ দীর্ঘ জীবন ইস্কনের বৃন্দাবন মন্দিরে বসবাস করে ওই মন্দিরের ২৪ ঘন্টা কীর্তনের দায়িত্বে ছিলেন ও নতুন আগ্রহী ভক্তদের কীর্তন শিক্ষাও দিতেন তিনি, তিনি বৃন্দাবনে সবসময় রাধা কৃষ্ণ এর উপস্থিতি ও বিরহ কে অনুভব করে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্রে নিজেকে ভাষিয়ে রাখতেন, শুধুমাত্র ইস্কন নয়, সারা বিশ্বের কৃষ্ণ ভক্তরা তাঁর কীর্তন এর সুরে মুগ্ধ হয়ে যেতেন.
সম্প্রতি ৩০ জানুয়ারী বৃন্দাবনের কেশী ঘাটে বিশ্ব কীর্তন দিবসে যমুনা কে বাঁচাবার উদ্দেশ্যে ভক্ত ও ব্রজবাসীদের তাঁর কীর্তনের সুরের মুর্ছনায় ভরিয়ে তোলেন.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন