রবিবার, ২১ নভেম্বর, ২০১০

ঔদার্য সম্মান










অলঙ্করণে শ্রেষ্ঠতার জন্য বৃন্দাবনের ইমলিতলার গৌড়ীয় মঠের মঠরক্ষক শ্রীমন তমাল কৃষ্ণ দাস প্রভুর হাতে বিশ্ব বৈষ্ণব রাজসভার পক্ষ থেকে তুলে দেওয়া হল ঔদার্য সম্মান, বিশ্ব বৈষ্ণব রাজসভার আন্তর্জাতিক সাধারণ সম্পাদক শ্রীল ভক্তি আলোক পরমাদ্বৈতী স্বামী মহারাজের উপস্থিতিতে ওই সম্মান প্রদান করলেন রাজসভার ব্রজ মন্ডলের দায়িত্ব প্রাপ্ত সম্পাদক শ্রীল প্রিয়ানন্দ বন মহারাজ

ঔদার্য সম্মান






বৃন্দাবনের ফুড-ফর-লাইফ এবং সন্দীপন মুনী স্কুলের জন্য বিশ্ব বৈষ্ণব রাজসভার পক্ষ থেকে ওই দুটি সংস্থানের পলিচালক শ্রীমন রূপ রঘুনাথ দাস প্রভুর হাতে তুলে দেওয়া হল ঔদার্য সম্মান , বিশ্ব বৈষ্ণব রাজসভার আন্তর্জাতিক সাধারণ সম্পাদক শ্রীল ভক্তি আলোক পরমাদ্বৈতী স্বামী মহারাজের উপস্থিতিতে ওই সম্মান প্রদান করলেন রাজসভার ব্রজ মন্ডলের দায়িত্ব প্রাপ্ত সম্পাদক শ্রীল প্রিয়ানন্দ বন মহারাজ

শনিবার, ৬ নভেম্বর, ২০১০

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের গোবর্ধন পরিক্রমা





গোবর্ধন পূজন উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়াচরনারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজের শ্রী বিগ্রহ সহকারে ভক্তদের গোবর্ধন পরিক্রমা

সোমবার, ১ নভেম্বর, ২০১০

বৃন্দাবনের তাটিয়া স্থানে ব্রজ বৃন্দাবন হেরিটেজ এলায়েন্সের সভা=2





বৃন্দাবনের তাটিয়া স্থানে দীর্ঘ ৩০ বছর পর ব্রজ বৃন্দাবন হেরিটেজ এলায়েন্সের সভা অনুষ্ঠিত হল. এই সভাতে তাটিয়া স্থানের বর্তমান মত ছাড়াও হেরিটেজ এলায়েন্সের সদস্য ছাড়াও এলাহাবাদ ও কলিকাতা উচ্চ-ন্যায়ালয়ের প্রাক্তন একজন বৃন্দাবন প্রেমী বিচারপতিও উপস্থিত ছিলেন.

বৃন্দাবনের তাটিয়া স্থানে ব্রজ বৃন্দাবন হেরিটেজ এলায়েন্সের সভা=1






বৃন্দাবনের তাটিয়া স্থানে দীর্ঘ ৩০ বছর পর ব্রজ বৃন্দাবন হেরিটেজ এলায়েন্সের সভা অনুষ্ঠিত হল. এই সভাতে তাটিয়া স্থানের বর্তমান মত ছাড়াও হেরিটেজ এলায়েন্সের সদস্য ছাড়াও এলাহাবাদ ও কলিকাতা উচ্চ-ন্যায়ালয়ের প্রাক্তন একজন বৃন্দাবন প্রেমী বিচারপতিও উপস্থিত ছিলেন.