বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভূর পুত পবিত্র জন্মস্থান শ্রী ধাম একচক্রা কে সাজানোর কাজ চলছে........





শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভূর পুত পবিত্র জন্মস্থান শ্রী ধাম একচক্রা কে সাজানোর কাজ চলছে.......

শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভূর পুত পবিত্র জন্মস্থান শ্রী ধাম একচক্রা কে সাজানোর কাজ চলছে, শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভূর পূণ্য জন্মস্থানের রাস্তার প্রারম্ভেই নির্মিত হয়েছে সৌন্দর্য মন্ডিত এক সুবৃহৎ তোরণদ্বার এবং জন্মস্থানের বর্তমান মন্দিরে নতুন করে অঙ্গরাগ হয়েছে শ্রী শ্রী নিতাই-গৌর-সীতানাথ শ্রী-বিগ্রহের, আর তারই সাথে জন্মস্থানেই এক সু-বৃহত ও সুদৃশ্য মম্দিরের নির্মান কাজ শেষ হতে চলেছে | যেখানে বর্তমান মন্দির থেকে শ্রী শ্রী নিতাই-গৌর-সীতানাথ শ্রী-বিগ্রহ কে স্থানান্তর করা হবে |

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ১৭৩ তম শুভ আবির্ভাব মহোত্সব ও সংকীর্তন শোভাযাত্রা






শ্রী সারস্বত গৌড়ীয়-বৈষ্ণব সংঘের উদ্যোগে
সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের
১৭৩ তম
শুভ আবির্ভাব মহোত্সব ও সংকীর্তন শোভাযাত্রা
স্থান: শ্রী গোদ্রুম ধামে সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠীর শ্রী স্বানন্দ সুখদকুঞ্জ

সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ১৭৩ তম শুভ আবির্ভাব মহোত্সব ও সংকীর্তন শোভাযাত্রা





শ্রী সারস্বত গৌড়ীয়-বৈষ্ণব সংঘের উদ্যোগে
সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের
১৭৩ তম
শুভ আবির্ভাব মহোত্সব ও সংকীর্তন শোভাযাত্রা
স্থান: শ্রী গোদ্রুম ধামে সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠীর শ্রী স্বানন্দ সুখদকুঞ্জ

সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ১৭৩ তম শুভ আবির্ভাব মহোত্সব ও সংকীর্তন শোভাযাত্রা





শ্রী সারস্বত গৌড়ীয়-বৈষ্ণব সংঘের উদ্যোগে
সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের
১৭৩ তম
শুভ আবির্ভাব মহোত্সব ও সংকীর্তন শোভাযাত্রা
স্থান: শ্রী গোদ্রুম ধামে সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠীর শ্রী স্বানন্দ সুখদকুঞ্জ

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০১০

শ্রী ধাম নবদ্বীপে রাধাষ্ঠমীর দিন............




শ্রী ধাম নবদ্বীপে রাধাষ্ঠমীর দিন ধামেশ্বর মহাপ্রভূ মন্দিরে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া মাতা সেবিত শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভূর শ্রীমতী রাধারানীর রূপ ধারণ

শ্রী ধাম মায়াপুরে রাধাষ্ঠমীর দিন................


শ্রী ধাম মায়াপুরে রাধাষ্ঠমীর দিন মায়াপুর শ্রী চৈতন্য মঠে শ্রীমতী রাধারানীর উদেশ্যে নিবেদিত ৫৬ ভোগ

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০১০

কিভাবে শ্রীল জগদীশ পন্ডিতের শ্রীপাঠে(বাসগৃহে) পূজিত হলেন শ্রী গৌরগোপাল এবং শ্রী জগন্নাথ দেব




কিভাবে শ্রীল জগদীশ পন্ডিতের শ্রীপাঠে(বাসগৃহে) পূজিত হলেন শ্রী গৌরগোপাল এবং শ্রী জগন্নাথ দেব
নদীয়া জেলার চাকদহ এর অধীনস্ত গঙ্গাতীরের যশোড়া গ্রামে শ্রীল জগদীশ পন্ডিতের শ্রীপাঠে(বাসগৃহে) শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান সভাপতি ও আচার্য্য এবং বিশ্ব বৈষ্ণব রাজসভার বর্তমান আন্তর্জাতিক সভাপতি শ্রীল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের তত্বাবধানে পূজিত হচ্ছেন শ্রী গৌরগোপাল এবং শ্রী জগন্নাথ দেবের এই দুই বিগ্রহ. কারণ ইংরাজি ১৯৬০ সালে শ্রীপাঠের তত্কালীন গোস্বামী বৃন্দ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমদ ভক্তি দায়িত মাধভ গোস্বামীর নিকট এই শ্রীপাঠ পরিচালনা এবং বিগ্রহগনের সেবা পূজা পরিচালনার দায়িত্ব তুলেদেন.
এই শ্রীপাঠে শ্রী গৌরগোপাল এবং শ্রী জগন্নাথ দেবের এই দুই বিগ্রহের সেবা পূজা শুরু হবার কাহিনীর সূত্রপাত হলো এইরকম, আজ থেকে ৫০০ বছর আগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সন্যাস গ্রহনের পর যখন শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং অন্যান্য ভক্ত সহিত শ্রী শ্রী নীলাচল জগন্নাথ পুরীর পথে অগ্রসর হলেন তখন পথি মধ্যে শ্রীল জগদীশ পন্ডিতের আমন্ত্রণ রখার্তে তাঁর বাসগৃহ যশোড়া গ্রামে কয়েক দিনের জন্য অবস্থান ও উত্সব পালন করলেন. সেই সময় শ্রীল জগদীশ পন্ডিতের পত্নী শ্রীমতী দু:খিনি দেবী শ্রীমন মহাপ্রভু কে মাতৃ স্নেহে সেবা করার পর শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু ও অনন্য ভক্ত দের সঙ্গে নিয়ে পুরীর পথে পুনরায় অগ্রসর হলেন তখন শ্রীল জগদীশ পন্ডিতের পত্নী শ্রীমতী দু:খিনি দেবী শ্রীমন মহাপ্রভূর বিরহে কাতর হয়ে পরলে শ্রীমন মহাপ্রভু তাঁর হাতে একখানি গোপাল বিগ্রহ দিয়ে বললেন এই বিগ্রহের মধ্যে তিনি অবস্থান করে শ্রীমতী দু:খিনি দেবীর হাতে সেবা নেবেন, শ্রীমতী দু:খিনি দেবী মহাপ্রভূর কথা অনুযায়ী সেই গোপাল বিগ্রহ কে শ্রীমন মহাপ্রভু রূপে মাতৃ স্নেহেই সেবা শুরু করলে যখন সেই গোপাল বিগ্রহের মধ্যে শ্রীমন মহাপ্রভুর দর্শন পেলেন তখন সেই বিগ্রহের নব নামকরণ করলেন শ্রী গৌরগোপাল.
শ্রী গৌরসুন্দরের পুরীতে অবস্থান কালে প্রতি বছরই ভক্তরা বিশেষ করে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ-যাত্রার সময় পুরীতে শ্রীমন মহাপ্রভূর দর্শন করতে যেতেন তাঁর কৃপা-আশির্বাদ ও অনুগ্রহ-আদেশ পাবার জন্য, শ্রীল জগদীশ পন্ডিতও হতেন সেই ভক্ত দের সহযাত্রী, শ্রীমন মহাপ্রভু শ্রীল জগদীশ পন্ডিতকে কৃপা আশির্বাদ প্রদান করে বাংলায় হরিনাম সংকীর্তন প্রচার কবার আদেশ দেন. সেই আদেশ এবং একখানি দৃঢ় বাঁশের জষ্ঠিতে একখানি শ্রী জগন্নাথ দেবের বিগ্রহকে পুরী থেকে বহন করে তাঁর বাসগৃহ তথা এই শ্রীপাঠে নিয়ে আসেন| সেই থেকে বর্তমান সময় অবধি শ্রী গৌরগোপাল বিগ্রহের পাশাপাশি এই জগন্নাথ বিগ্রহের সেবা-পূজা নিত্য-বিদ্যমান| উপরন্তু বর্তমানে এই দুই বিগ্রহের সহিত শ্রী কৃষ্ণ-বলদেব এবং শ্রী শ্রী রাধা-বল্লভ এর সেবাও চলছে|

শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০১০

জন্মাষ্টমী, ২০১০:- মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভূর জন্মস্থান যোগপীঠ


মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভূর জন্মস্থান যোগপীঠ এ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীল জগন্নাথ মিশ্র এবং শচী মাতার রাজবেশ দর্শন

জন্মাষ্টমী, ২০১০:- মায়াপুরের গোপীনাথ গৌড়ীয় মঠে জন্মাষ্টমী





মায়াপুরের শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী গোপীনাথের বিশেষ অভিষেখ

জন্মাষ্টমী, ২০১০:- নবদ্বীপের শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মাতা সেবিত ধামেশ্বর মহাপ্রভূড় মন্দিরে জন্মাষ্টমী




জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপের শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মাতা সেবিত ধামেশ্বর মহাপ্রভূর বিশেষ অভিষেখের সময় শ্রী কৃষ্ণ বেশ ধারণ