বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০১০

পানিহাটির দন্ড মহোত্সব





পানিহাটির দন্ড মহোত্সব
শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর আদেশে শ্রী শ্রী নিতাইচাঁদের প্রথম নামপ্রচার পীঠ পানিহাটি, খুবই প্রাচীন গ্রাম. শিয়ালদহ-রানাঘাট পূর্ব রেলপথের সোদপুরে নেমে একেবারে সোজা গঙ্গা তীরেই এই স্থান.
ভক্ত সমাজে পানিহাটি সতত স্মরণীয়, ১৪৩৮ শকাব্দে জৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে এই স্থানে নিত্যানন্দ মহাপ্রভু শ্রীল রঘুনাথ দাস গোস্বামী কে কৃপা দন্ড প্রদান করিয়া চিড়া-দধি মহোত্সব এর আদেশ দেন, সেই দিনটি কে স্মরণ করিয়া আজও বহু ভক্ত এই স্থানে ওই দিনটিতে সমবেত হইয়া শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর উদ্দশ্যে শ্রধ্যা ভরে চিড়া-দধি প্রদান করিয়া থাকেন.....

কোন মন্তব্য নেই: