শুক্রবার, ১২ মার্চ, ২০১০






বিহারের মুঙ্গেরের রাজা রঘুনন্দন প্রতাপ সিংহ এর ধর্মপত্নী রানী সরস্বতী দেবী প্রতিষ্ঠিত প্রেম মন্দিরে নিত্যা সেবিত শ্রীমতি রাধারানীর চরণ চিহ্ন যুক্ত শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন চারণ শিলা| এই চরণ শিলা শ্রীমতি রাধারানীর কৃপাতে রানী সরস্বতী দেবী গোবর্ধন পরিক্রমা কালে প্রাপ্ত হইয়া ছিলেন| যেটিকে রাজা রঘুনন্দন প্রতাপ সিংহ এর পৌত্র শ্রীল ভক্তি বেদান্ত সাধু মহারাজ গত ৯ই মার্চ মুঙ্গের সাধারণ মানুষের দর্শনের জন্য উন্মুক্ত করে দেন| মুঙ্গেরের ভক্তদের সহিত প্রায় ১৮টি দেশের ভক্তরা সেই চরণ শিলাকে নৃত্য-কীর্তণ সহকারে দর্শন এবং মন্দির পরিক্রমা করে নিজেদের ধন্য করেন|

কোন মন্তব্য নেই: