শুক্রবার, ১২ মার্চ, ২০১০






বিহারের জমদাহ গ্রামে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর সন্যাসের ৫০০বছর উপলক্ষ্যে মহাপ্রভূর ঝারিখন্ড পরিক্রমার সময় তিনি যে পর্বতের উপর ৩রাত্রি অতিবাহীত করেছিলেন এবং সেই সময় যে জমদাহ গ্রামের পত্তন করেছিলেন সেই গ্রামেরই শ্রী শ্রী রাধা পতিতপাবন মন্দিরের শ্রীল ভক্তি বেদান্ত সাধু মহারাজ ও গ্রামবাসীদের উদ্যোগে গত ৪ঠা মার্চ সেই গৌরাঙ্গ পর্বতের উপর মহাপ্রভূর জন্মস্থান মায়াপুর থেকে নিয়ে যাওয়া শ্রীমন মহাপ্রভূর দারু বিগ্রহের প্রতিষ্ঠা করলেন বিশ্ব বৈষ্ণব রাজসভার সাধারণ সম্পাদক শ্রীল ভক্তি আলোক পরমাদ্বৈতি স্বামী মহারাজ| এই উপলক্ষ্য গ্রামবাসী এবং দেশী-বিদেশী ভক্তরা সকালে গ্রাম-পরিষ্কার এবং বিকালে বর্ণময় নগর সংকীর্তন এর আয়োজন করেন.

কোন মন্তব্য নেই: