সোমবার, ২১ ডিসেম্বর, ২০০৯


বিশ্ব বৈষ্ণব রাজসভার কৃতগ্নতা বোধ
শ্রীল অভয় চরনারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজের শিষ্য
গৌড়ীয় বৈষ্ণব সোসাইটির আচার্য্য শ্রীল বি.ভি.ত্রিপুরারী মহারাজ
ইহাও উল্লেখ করা আবশ্যক যে আমরা এই জগতে ভ্রমের মধ্যে নাহি, কি এই মহান উদ্দশ্যের বা কাজের কোন প্রকার বাধা আসিত পারে না| বিভিন্ন সংস্কার ও সভ্যতা হইতে আগত বৈষ্ণবগনের পর সুরের মধ্যে যোগাযোগ রক্ষা করাই প্রধান অন্তরায়| বর্তমানে আমাদের মধ্যে কিছুটা যোগাযোগ রহিয়াছে তাহাতেও ভ্রমের সৃষ্টি রইয়াছে| এইগুলি কালির আশ্রয়| আমাদের বক্তব্য সমস্ত ব্যক্তিগত শর্তাদি ত্যাগ করিয়া বা নুন্যতম করিয়া বিশ্ববৈষ্ণব রাজসভার গঠন হওয়া উচিত|

কোন মন্তব্য নেই: