বুধবার, ৩০ ডিসেম্বর, ২০০৯






শ্রী শ্রী নীলাচল পুরী ধামের বালিসাহী এলাকায় পুরীর রাজার সভা পন্ডিত শ্রী শ্রী কাশী মিশ্র এর ভবনের(শ্রী শ্রী রাধাকান্ত মঠ) যে কক্ষে শ্রী শ্রী মহাপ্রভু সন্ন্যাস জীবনের শেষ ১৯বছর নিরবিচ্ছিন্ন্য ভাবে একটানা কাটিয়েছিলেন সেই ঘর কেই গম্ভীরা নামে উল্লেখ করেন গৌড়ীয় বৈষ্ণবেরা| এই নামের পিছনে দুটি কারণ আছে| প্রথম টি হলো ঘর টি কাশী মিশ্রের ভবনের গভীরে অবস্থিত বলে| দ্বিতীয় কারণ হিসাবে কেউ কেউ বলেন ওই ঘরে থাকার সময় মহাপ্রভু গম্ভীর ভাবে কৃষ্ণ ভজনে লিপ্ত থাকতেন বলিয়া ওই ঘরটির নাম গম্ভীরা হয়েছে| এই ঘরের মধ্যে গম্ভীরার সেবায়েত-গণ সযত্নে রক্ষিত করে রেখেছেন মহাপ্রভুর ব্যবহৃত মৃদঙ্গ, ছোট একটি দন্ড, শিক্ষাষ্ঠকমের পুঁথি, কমন্ডলু, স্নান করার পাত্র, বিষ্ণুপ্রিয়া মাতা প্রেরিত খরম ও শচী মাতার নিজহস্তে মহাপ্রভুর জন্য তৈয়ারি শীতের কাঁথা| যে গুলিকে ভক্তরা দর্শন করতে পারেন এটি সহজেই| এছাড়াও ওই ঘরের লাগোয়া একটি ছোট ঘরে মহাপ্রভুর অন্তর্ধান থেকে এখনো ৪৭৬বছর ধরে একটি প্রদীপ অখন্ড ভাবে জ্বলে চলেছে| বর্তমানে গম্ভীরা কে এবং কাশি মিশ্র ভবন কে নতুন করে সাজানোর কাজ চলছে জোর কদমে| তৈরী হচ্ছে নতুন সুদৃশ্য তোরণও|

কোন মন্তব্য নেই: